আল্লাহতালা এরশাদ করেন: প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। (সূরা আলে ইমরান ১৮৫)। আল্লাহ তা’আলা অন্যত্র বলেন : আপনি বলুন, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করো, নিশ্চয়ই তা তোমাদের সাথে সাক্ষাৎ করবে। অতঃপর দৃশ্য-অদৃশ্যের পরিজ্ঞাতার দরবারে তোমাদের উপস্থিত করা...